আমি তোমাকে ভালোবাসি- তার মানে?
- শুধু তোমাকেই ভালোবাসি
ভালোবাসি মানে?
তুমি ছাড়া আমার হৃদয় শূন্য
শূন্য মানে? চৈত্রের খাঁ খাঁ রুদ্রে তৃষ্ণার্ত কাকের নেয়ায়
আমার জীবন, তোমার পিপাসিত।

তুমি বলো, ভালোবাসি
শুধু একবার বলো ভালোবাসি
আমি আরব মরুভূমির সাইমুমে এই জীবন কাঁটিয়ে দিবো।

তুমি বলো, ভালোবাসি
শুধু একবার চোখ ইশারায় বলো ভালোবাসি
আমি ফিলিস্তিনি বীরের মতো দাঁড়িয়ে যাবো বারুদের মুকাবিলায়।

আমি তোমাকে ভালোবাসি
তার মানে?
আমি তোমার দেয়া সব দুঃখ হাসিখুশি বুকে বহন করে যাবো।

তুমি বলো,ভালোবাসি
শুধু একবার বলো ভালোবাসি
আকারে-ইঙ্গিতে, বলো ভালোবাসি
পৃথিবীর সব সুখ একবার ছুঁয়ে যাক আমাকে।

তারপর যত দুঃখ পেতে হয় -পাবো আমি
যত কান্না করতে হয়, -আমি করবো
তবুও তোমাকে ভালোবাসবো
তুমি শুধু একবার বলো ভালোবাসি।