কাল রাতে আসমানও কেঁপে উঠেছিলো
আমার কান্না দেখে...।
(কিয়ামতের দিন তুমি তার কি জবাব দিবে)।
রাসুল( সঃ) এর এক সাহাবীর কথা শরণ করে,
দিল'কে বলেছিলাম ক্ষমা করে দিতে,
দিল জবাব দিলো,
আমি মুর্দা,
আর মুর্দা কবে কাকে ক্ষমা করেছে।
হায় হায়
তোমাকে ভেবে আজ-ও দিল পুড়ে যায়।