তুমি নৌকা বানালে।
আমি বললাম কাগজের,
তুমি বললে ভালোবাসার নাম লিখ
জলে ভাসাবো!
আমি বললাম ডুবে যাবে
তুমি বললে তবুও
আমি লিখলাম!
তুমি জলে ভাসালে
আমাদের চোখের সামনে'ই ডুবে গেলে
আমি তোমার দিকে তাকালাম!
তুমি বললে আজ পৃথিবীর সমস্ত জলকে
জানিয়ে দিলাম -
তোমার আমার ভালোবাসার কথা।