তর লালসার রস কোন এক রমণীর ক্ষুধার্ত শরীরে
তর অবৈধ সম্পর্কের এক রাশি চুম্বনে!ডাস্টবিনের নোংরায় যে শিশুটি-
মাতৃ স্তনের রস থেকে বঞ্চিত
তবে কী দোষ'টা...... শুধু'ই আমাদের স্বাধীনতার'ই.. ???।
জানি - নজরুল রবীন্দ্রনার্থের কবিতা সামাজিক ভালোবাসার দাবি নিয়ে
আজ বড় 'ই অসহায়!
শরীরলের প্রতিটি ভাজ খুলে
"প্রদর্শনীর প্রতিযোগিতায় "নির্লজ্জের ক্যানভাসে।
যদিও স্বাধীন দেশে জন্মনিয়েও শিশুটি
বঞ্চিত স্বাধীনতা থেকে,
তবে কী শুধু.... শুধু'ই
শহীদ'রা শহীদ হলো কুকুর শকুনির জন্য.. ???
তদের অশ্লীল মন আর উলঙ্গ শরীর যদি
ক্ষতবিক্ষত করে দিতে পারত,
আমার বাক্যগুলো, নয়ন বন্ড, রিফাত ফরাজী
কিন'বা রিশান ফরাজীর হাতের খঞ্চর হয়ে
তবে যেনো দোষ'টা ... শুধু'ই আমার কবিতার'ই হত তবুও...।
যে দেশে অবৈধ সঙ্গকামে দোষ হয় না সে দেশে পিতৃপরিচয় হীন
সন্তান জন্মনিলে দোষ হয় কী করে? আমার বুঝে আসে না
তবে কী দোষ'টা.....শুধু'ই শিশুটার জন্মে'ই????।