পরীক্ষায় খারাপ করা ছেলেটি কী
পেয়েছে?পরিবারের ঘৃণা!
রেলস্টেশনে সর্বনাশে ডোবা বন্ধুদের আড্ডা
বুড় মিয়ার দোকানে সিগারেট।
ভোর বেলা ঘুম থেকে উঠেই ছেলেটি কী পেয়েছে?
পাশের ঘরে -মায়ের চাপা সুরে কান্না
বাবার উচ্চসুরে ঝগড়া!
নাস্তার টেবিলে কী পেয়েছে ছেলেটি?
মায়ের হতাশায় ডোবা একজোড়া চোখ
মাথায় ঠোকর,চাপা সুরে বকা,
রোজগার করার তাগিদ।
বেকার ছেলেটি কী বুঝেছে?
বুঝেছে ছোটো খালার মেয়েটি তার প্রেমিকা!
আর কী পেয়েছে?
জন্মদিনে সংসারে তিরস্কার
শুনেছে! বাবার কাছে টাকা চেয়ে
নষ্টামি করার অপবাদ।