আমি যে প্রতিদিন অনেকটা পথ হেঁটে
তোমাকে দেখতে আসি!
সকাল নয়টা পাঁচল্লিশ মিনিটে
আমি যে রোদে পুড়ি,
সেই রোদ তো
তোমার ইস্কুলের বারান্দা জুরে
একবার হলেও তোমার শরীর পড়ে।
আমি যে বর্ষকালে প্রতিদিন বৃষ্টিতে ভিজে
তোমাকে দেখতে আসি!
তোমার বাড়ির সামনে দাড়িয়ে থাকি!
যে বৃষ্টি'তে আমার শরীর ভিজে
সেই বৃষ্টিত তোমার জানালায়
একটু হলেও তোমার শরীরলে পরে।
আমি যে শীতকালে,প্রতিদিন হাঁড়কাঁপানু শীতে
তোমাকে দেখতে আসি!
যে শীতে আমার শরীর কাঁপে
সেই শীত'তো তোমার বিছানা জুড়ে
একটু নাড়া দিলেই তোমাকে স্পর্স করে।