দিন যায় রাত হয় এ পাড়ের জলে ও পাড়ের জলে
ডুবে ডুবে,
- সাত বছর কেটে গেলো
তোমার অনুসন্ধানে
- বিরক্ত হয়ে যেহেতু  আত্মহত্যা করি'নি
আরো কিছুদিন তোমার বাড়ি রাস্তা খুঁজে দেখি...
প্রিয় সোনালী হাঁস ।
৪ ফাল্গুন ১৪২৭ বাংলা

( লেখা)