একটা মেয়ে ছিলো বয়স পঁনেরো "কি" ষোল
দশম শ্রেনির
আকাশী রঙ্গের কামিজ
সাদা পায়জামা ক্রস বেল্ট ওরনার কারুকাজে
লুকিয়ে রেখেছিলো সে আমার প্রথম প্রেম।
...বয়স আঠারো "কি" ঊনিশ
দ্বাদশ শ্রেনির মেয়ে
সেই ছিলো আমার প্রথম বিচ্ছেদ
তার কালো রঙ্গের বোরকা আর স্কার্পের ভাজে
লুকিয়ে রেখে ছিলো সেই আমার প্রথম দুঃখ।
একটা বয়স ছিলো
আমার প্রথম নেশা সিগারেট
সেও সঙ্গী হয়ে বেশি দিন থাকতে পারে নি
তোমার আগমনে
হে তুমিই আমাকে প্রথম শিখিয়ে ছিলে
ভালোবাসলে
কখনো ছেড়ে যেতে হয় না
ভালোবাসলে দুঃখ-সুখের সংসার বাঁধতে হয়।