ও মেয়ে
তোমাকে মেঘ বলবো না
যদি আমার আকাশে রংধনু হও।
ও মেয়ে
তোমাকে বৃষ্টি বলবো না
যদি আমার হৃদপিণ্ড ছুঁতে আসা
দুঃখ-শোক'কে
আগলা দেয়ার ছাতা হও।
ও মেয়ে
তোমাকে রাত বলবো না
যদি আমার বাহুতে মাতা রেখে
- শান্ত হও।
ও মেয়ে
তোমাকে আমি দিন বলবো না
যদি তোমার
দৃষ্টিকোণে আমায় সাজাও।
ও মেয়ে
তোমাকে শুধু ভালোবাসবো
যদি এইটুক আবদার মিটাও।