আমি তোমাকে ভালোবাসি বলে
তুমি আমাকে ভালোবাসতে হবে
এমনটা আমি বলছি না,
শুধু বলছি ---আমার ভালোবাসা
মিথ্যা ছিলো না ।

আমি তোমাকে ভালোবাসি বলে
তোমার সারাটা জীবন
আমার সাথে কাটিয়ে দিতে হবে
এমনটাও আমি বলছি না,
শুধু বলছি ---তুমি কি
আমায় ভালোবাসো ।

আমি তোমাকে ভালোবাসি বলে
প্রশংসা করে বলবো না,
তুমি পৃথিবীর সব চাইতে সুন্দরী
শুধু বলছি --- ভালোবাসা
সুন্দরে পুজারী ।