একজন জীবিত মানুষ আমারে কবর
-দিয়ে চলে যাচ্ছে
তার পায়ের শব্দ আমার কানে আসছে
আমার চতুর্থ দিকে দুর্গম অন্ধকার,
তোমার বড্ড প্রয়োজন, একা একা আমার খুব ভয় করছে।

একজন মৃত মানুষের প্রয়োজন আমার খুব ভয় করছে।