হঠাৎ বজ্রপাতের মত এক শব্দ এলো
"তুমি ভালো থেকো"
জাপানের নাগাসাকি শহর এতটা ধ্বংসস্তুপ দেখেনি
তোমার এই শব্দে
যতটা দেখেছে আমার হৃদয়।