এদেশের মাটি হাতে নিলেই সংগ্রামের গন্ধ পাই
রক্তের গন্ধ পাই
হাঁড়ি পাতিল ভাঙার শব্দ
থালা বাটি দরজা জানালা ঠণা
- ঘরের সব এদিক ওদিক দেখতে পাই
...মাটি হাতে নিলেই
আব্বার নাড়ীভুঁড়ি ছেঁড়া মৃত শরীরের গন্ধ পাই।
আম্মার হাত পা এক দিকে শাড়ী ছায়া অন্যদিকে
...মাটি ভিজে গেছে রক্তে।
এদেশের মাটি হাতে নিলে রক্তে গন্ধ পাই
বাংলার আকাশে শাড়ী ছায়া দেখে
স্বাধীনতার সুখ পাই।
------.২৬আশ্বিন ১৪২৭বাংলা
বিঃ ঠণা (আগে গ্রামের রান্না ঘরে পাতিল রাখার জন্য ব্যবহার হতো) বর্তমানে পাতিল রাখার Rack বলে।