এই বাংলায়! সমাজতন্ত্রের অকাল মৃত্যুতে সংবিধানের লাশঘর থেকে
অক্ষর পচে কী বিশ্রী দুর্গন্ধ'ই 'না' বেরচ্ছে!
নাকের ডগায় দু'ই আঙ্গুল চেপে কতখন থাকা যায়।
এই বাংলার-স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণরে অক্ষর গুলি
অকালেই ধ্বংসস্তুপে !
আজ পুতুল খেলার ঘরে সামাজিক কবিতা রক্তাক্ত।
রাজাকার,শহীদের রক্তের দামে কেনা স্বাধীন পতাকা-
গাড়িতে বহন করে চলছে!
অথচ যাদের জন্য এই দেশ স্বাধীন
আজ তারাই সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত।
বাংলার আকাশে বাতাসে বাক্যগুলো পছে কী দুর্গন্ধ'ই 'না' ছরাচ্ছে
সংবিধানের ভিতর থেকে!
মনে হচ্ছে এ যেনো স্বাধীন বাংলার লাশঘর।