আমাকে কাঁদতে বারণ করেছিল নীলসমুদ্র তবুও
আমি কেঁদেছি,
পরিচিত নীল কষ্টের মাঝে আমাকে
-না'কি খুব চেনা চেনা লাগে
অামি না'কি বেদনার্ত নীলগ্রহ,
তাই কষ্টরাও না'কি অনুরোধ করেছিল আমাকে কষ্ট না দিতে।
আমি খালি পায় হেঁটেছি চৈত্রের খাঁ খাঁ খরুদ্রে,
প্রেমের বিষ খেয়ে, হজম করতে পারি নি।
-বেদনার নীলকন্ঠে খুব অনুতপ্ত হয়ে
অনুরোধ করে বলেছিলাম
-প্রিয় গোলাপ,
আমাকে ব্যথা দিও না আহত করো না,
তুমি শুন'নি- আমার ব্যথা দেখে ব্যথারাও শিহরণ করছিল।
বুকে পাথর ভাঙ্গার শব্দ শুনে পিরিচিত পাঁখিটাও ব্যথিত হয়ে
আমাকে শান্ত'না দিতে গিয়ে কেঁদেছিল ,
আর বৃক্ষ "তো" তোমার কাছে হাতজোড় করে বলেছিল
আমাকে মেরে ফেলো তবুও ব্যথিত করো না।
০৯/০১/২০২০ইং