আমার যে কবিতা এখনও লেখা হয়'নি
- সে কবিতা
- বারুদের পোড়া গন্ধে টলমল করছে
ধানমন্ডির দু'তালা বাসায়...!
পৃথিবীতে যত রক্ত জবা ফোটে, তার লাল রক্ত বর্ণে
- আমার সেই কবিতা, রক্ত মুখে দেখে নিল
...শেষবারের মত পৃথিবীর মুখ।
তারপর;
তার নিহত রক্তের স্রোতে ভেসে গেলো
- ধানমন্ডির দু'তালা বাসা
-ভেসে গেলো আমার না লেখা কবিতা।
আমার রক্তাক্ত কবিতা'র ভিতরে যত শব্দ জমেছিলো
- বর্ণমালার অক্ষরে
- সে দিন ঝরেছিলো "আমার রক্তাক্ত কবিতার" মৃত দেহে
ঝরেছিলো "খ'মুস্তাক" বন্দুকের নলে ঝরা বারুদের বিষে,
- কেপেছিলো বিলাপে জারুল শাখা।
তবুও গোলাপের শারীরিক স্রোতের নিদাঘে
যে কবিতা লেখা হলো
- শব্দের ঠোঁট ছুঁয়ে
আমি ঘ্রাণ পাই সে কবিতায় ফসলের
আমি টের পাই সে কবিতায় নবান্নের ।
-----------
০১ চৈত্র ১৪২৬ বসন্ত