এসো বিরহের পথে লাল কালিতে লিখে দেই
"বিপদসংকেত "
আমাদের শিশুর জন্য।

প্রিয়তমেষু
এসো দুর্ভিক্ষের দিনে ডাল ভাতের সুখে
"ফসলের মাঠে"
আমাদের শিশুর জন্য।

এসো দুর্দিনের গায়ে লাল কালিতে লিখে দেই
" বিপদসংকেত "।

এসো দারিদ্র্য আর দুর্দশা দিনে নবান্ন হয়ে
" অভাবের সংসারের "
সবুজ কালিতে লিখে দেই " স্বাগতম "।
----------১৫-০৮-২০২০ইং