হায়,
এমনও কি হয়?
কারো চোখে চোখ রাখতে না পারায়
হৃদয় বিরহ বিষাদে রয়।

হায়,
এমনও কি হয়?
কারো বুকে ঠাই না পেলে -চোখ
লুনাজলের সমুদ্রে রয়

হায়,
এমনও কি হয়??
কারো অবহেলায়, বারুদ স্পর্স না করেও!
অন্তর জ্বলে বিষাদের আগুনে।