তুমি যতদিন আমার ছিলে তোমাকে আগলে রেখেছি
আমি যখন জেনেছি তুমি আমাতে বিভক্ত
আমি ইজরায়েলের নির্মম বর্বতায় ফিলিস্তিনের
এক নিহাত্তা যুবকের মত
কেবল দূর থেকে তাকিয়ে দেখেছি
তোমার চলে যা-ওয়া, প্রিয়- মমতাময়ী ।