প্রিয় আব্বা
-মোমবাতির দিকে থাকালে'ই
-তোমাকে মনে পরে।
কারণ,
একমাত্র তুমি'ই, নিজেকে মোমের মত পুড়িয়ে,
আমাদেরকে আলোকিত করেছো।