পিয়ও
ভুল করে লেখি নি, ইচ্ছে করে লেখেছি
আমি, র-ফলাবিহীন প্রিয়ও ---
যদি তুমি ভালোবাসো আমায় তবে
র-ফলা যোগ করে দিয়ও ।
সময়ের সাথে বাড়ে তোমার আমার ব্যবধান
তবুও ভুর বেলা কানের কাছে বেসে
আসে তোমার গাওয়া গান ।
তাই তো লেখতে বসি তোমার কাছে চিরকুট
তখনই আমার ঠোঁটের কাছে আসা
উচ্চারিত শব্দও, হয়ে যায় লুট :-
কি লিখিতে কি লেখি এই ভয়ে তখন
কেঁপে উঠে আমার বুক
তারপর আবার লজ্জায় লুকাই
আমি নিজেই নিজের মুখ ।