-আমি কবিতা লেখিলাম।
আপনার চোখের পাপড়ি ছুঁয়া আসা
মাসকার কালি নিয়ে
-প্রিয় আঞ্জু
আমার এই কবিতার প্রতিটা শব্দের শোভা
-আপনার হাসি-কান্না বিনিময়

আগমনী বসন্তের সু'বাতাসে
আপনার খোপায় গাঁথা গোলাপের রং নিয়ে
প্রিয় আঞ্জু
আমার এই উদ্বিগ্নতা।

আমি যে কবিতা লিখলাম
সেই কবিতার
...প্রতিটা অক্ষরে যেনো
আমার হৃদপিণ্ড ছুঁয়ে
ভালোবাসার সুনিপুণ বর্ণনা দিচ্ছে আপনার কাছে

তোমার চিবুক ছুঁয়ে আসা শব্দ
যেনো- আমার হৃৎপিণ্ডে
শ্রাবণের প্রথম বৃষ্টি
প্রিয়-তমাষু...।