আমার এই কবিতা সহজ সরল
তোমার হাসি মাখা মুখের মত
তোমার নাখ কান ঠোঁট, যেন চাষার জমি
ভরা যৌবনে কাচা-পাকা ফসল।
প্রিয়-আনজু
আমি তোমার সুন্দরের প্রশংসামুখর
আমি জানি না
- সুন্দর মানে তুমি কি বুঝো
আমার কাছে সুন্দর"তো" মা'য়ের মত।
আমার এই কবিতা লাজ-লজ্জা আর মায়াময়
- ঠিক যেনো তোমার চোখের মত,
চোখ বলতে মনে পড়লো
বহুদিন আমি সমুদ্রের ডোবা সূর্য দেখি'নি।
আজ কি ১জানুয়ারি তোমার জন্মদিন
- মনে ছিলো না
ভীষণ অভিমানী'নি তুমি।
আমার এই কবিতা সুখ-দুঃখের
মান-অভিমানে...
-ভরা ফসলের মৌসুম
-ঠিক যেনো তোমার মত সুন্দর