আপনাকে ভালোবাসি
আপনি তো
ভোর রাতে মোয়াজ্জিনের কন্ঠে
"আসসালাতু খারুমমিন্নানাওউম" শুনার সাথে সাথে
অজুর পানি হাতে
-আমাকে ডাকেন
- নামাজের জন্য
আপনাকে ভালোবাসি
- আমার অলস ঘুম যদি না ভাঙ্গে
তখন -
রাগান্বিত সুরে বলেন
"ফাবিআইয়ু আলাইহি রাব্বিকুমা তুকাজজিবান"
তুমি তোমার রবের কোন নিয়ামত কে অস্বিকার করে
নামাজ ছাড়বে?
- হায় আমি বড় লজ্জ্বিত হই।
তবুও আপনাকে ভালোবাসি
কারণ আপনি আমাকে,আমার রবের কথা স্বরণ করিয়ে দেন
শুক্রিয়া জানাই আমার সেই রবের কাছে
যে রব আপনাকে আমার কাছে নিয়ামত স্বরুপ পাটিয়েছেন।
- প্রিয়তম স্ত্রী
৫ চৈত্র ১৪২৯