জুঁইফুলটি ছিঁড়েছ কেনো? আমি তো কোন
পাপড়ি চাইনি তোমার কাছে!
তা ছাড়া ছেঁড়া ফুল তো নষ্ট হয়ে যায়
পচে দুর্গন্ধ ছড়ায়,
ডাস্টবিনে ফেলা ছাড়া কোন উপায় থাকে না।
ফুলেরা তো গাছের সুন্দর আর আমি তোমার
আমি চাই না কেউ আমাকে ফুল ভেবে
ছেঁড়া জুঁইফুলটির মত
তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাক।