আমি তোমার সঙ্গে আছি,ভিতরের চোখ
খুলে দেখ -তোমার হৃদয় কী বলে,
তুমি কী তা শুনতে পাও? 
তুমি কী অনুভব করতে করতে পারো 
একাকীত্ব আমার মতন।
এই স্বার্থপর পৃথিবীতে আমি নিজও 
স্বার্থে জন্য তোমার সঙ্গে আছি!
ভালো করে তুমি আমাকে চিনে নাও
নিজের মুখোশ খুলে,পরিচয় করিয়ে দিলাম
তোমার নাক কান নখ এর সাথে। 
আমি বন্ধুত্ব করতে চাই তোমার সাথে 
যা মৃত্যুর পরও অটুট থাকবে। 
তুমি কী মুক্তি চাও এই একাকিত্ব থেকে
তুমি কী ভাসতে চাও সবার মত সুখ দুঃখে ... ।