প্রেমের শহর থেকে নিষেধাজ্ঞা এসেছে! যেনো -
আমাকে লিখা  
চিঠি'তে
কেউ আর কোনদিন প্রিয় -না লেখে।

আমার জন্য বিষণ্ণতা আর বিষাদের চাপ কারো
চেহারায় না ফুটে।

ভালোবাসি শব্দ'টা
আর কারো ঠোঁটে যেনো উচ্চারিত না হয়।

গোলাপের উপরেও "একি" নিষেধাজ্ঞা
যেনো-প্রেমের শহর ব্যতীত
অন্য শহরে না ফোঁটে।

যে আমার হবে শুধু'ই আমার, অন্য কারো নয়
যে অন্য কারো হবে
সে আমার নয়।