যদি আমার প্রয়োজন ফুঁরিয়ে যায়
আপনার কাছে
ভালোবাসা যদি হয়, প্রাক্তন পোষাক ছাড়ে নতুন পোষাক পড়ার মত
তা'হলে আমি আপনার বিষাদ হতে চাই না।

আপনার মনে আছে
একদিন বলেছিলেন আপনার হৃদয়
- আকাশের মত বিশাল
আর আমি সেই বিশাল আকাশের সৌন্দর্য
আরও বলেছিলেন -
আমি না'কি আপনার আকাশে জ্যোচনা ছড়ানু চাঁদ।

বিশ্বাস করুণ সেদিন আমি ভেবেছিলাম
আমি নতুন একটা পৃথিবী পেয়েছি
"যেখানে শুধু আপনি আর আমি"
অথচ
দেখুন আমি কত বেখেয়ালি
আমি ভুলেই গিয়েছিলাম আকাশে শুধু চাঁদ থাকে না
আরও গ্রহ-উপগ্রহ থাকে।