এই তোমার হাতে এইটা কি?
পতাকা!
পতাকা আবার কি?
আমার ধর্ষিতা বোনের শাড়ির আচল
ও!আর এই
লাল বৃত্তের মানে কি?
এই লাল বৃত্ত হলো আমার পিতার রক্ত!
আর সবুজ রং ?
সবুজ রং হল ঘাসের রং,
৭১রের নরকিয় হত্যাকান্ডের
এক মাত্র সাক্ষী সে
তার বুক বেসেছিল আমার ভাইয়ের রক্তে।
এই যে লাল সবুজে পতাকা তুমি দেখো
দুই'লক্ষ মা,বোনের ইজ্জতে
ত্রিশ'লক্ষ শহিদের রক্তের বিনিময়ে
সাঁড়েসাত কোটি বাঙ্গালির আত্নত্যাগে পাওয়া
এমনি এমনি আসে'নি
ওই পতাকা শুধু পতাকা না,প্রতিটা বাঙ্গালির প্রাণ।