আমি নির্দ্বিধায় তোমাকে ভালোবেসে ছিলাম
চির্ন্তর সত্য,
তোমাকে হারিয়ে আমি সত্যর
সন্ধান পেয়েছিলাম ।
তুমি হেমন্তের মতো অপরুপা
নির্দুষী - স্নহময় সুন্দরী
আমি নিঃসঙ্গ গৃহকোণে, সমাজবাদী
আলোর মশাল হাতে জোনাকি আর তুমি পশ্চিমাবিশ্ব চাড়িয়ে
উৎসব মুখি -হে নারী ।
ভেবে ছিলাম তোমার দেহে স্বর্গরাজ্য
লাবণ্য ছিলো-মন চিলো শিশুর
মতো নিঃপাপ, সুরমা ছালি,
ভাবি নি - গর্ধবো ভেবে আমার
নাকের ডগায় দিয়ে যাবে কালি।
আলিঙ্গনের ইস্পসে বুক খুলে দিয়ে
ছিলে -তুমি যে ভালোবাসা
আঙ্গুলের ডগায় আঙ্গুল রেখে
পার করে ছিলাম আরো কত কাল,
স্বপ্ন ছিলো মনে ছিলো আশা
আমার প্রেম নিয়ে খেলা করে
তুমি বানিয়ে ছিলে রহস্য জাল।
আমি বুঝতে না বুঝতে তুমি
দূরে চলে গেলে - বহু দূরে
পশ্চিমাদেশ চাড়িয়ে, জানি প্রেম
তুমি আজো আছো,
তরুণ তরুণীর প্রাণে আরো জানি
প্রেম তুমি থাকবে -অন্তত কাল
মানেবের অন্তরে অন্তরে ।