আমার মাথাটা কি আপনার কাঁধে
রাখতে পারি?
বিশ্বাস করুণ - আমি নিজ হাতে
চোখের অশ্রু মুছতে পারি
কিন্তু নিজ কাঁধে মাথা রাখতে পারি না।
আপনাকে দেখার পর থেকে
বালিশে মাথা রাখলে আর ঘুম আসে না
ইচ্ছে করে আপনার বুকে মাথা রেখে ঘুমাই।
আপনি আমার চোখের দিকে তাকান
আয়নার দিকে থাকালেই দেখবেন আপনার চোখ
- আর আমার দিকে থাকালেই দেখবেন
এক জোড়া চোখে
আপনার জন্য বিশ্বাস আর ভালোবাসা
পাওয়া না পাওয়ার ভয়ে
উত্তাল সমুদ্রের মত ঢেউ খেলছে।