দুঃখ আমার কাছাকাছি থাকুক
আমার সাথে খেলুক না হয় আপন মনে:-
আমি না হয় জ্বলবো একা
হিংসামন্ত্রে ধ্বংসের পোড়া আগুনে!
হাসুক আকাশে ঈশ্বরের শতকোটি চোক
আমার দুঃখ দেখে
বাকী সব ধ্রুপদী চিৎকার করে কাঁদুক
আমাকে জ্বলতে দেখে।
জ্বলুক আগুন কাঠের ভিতরে
দেহ পুড়ে শ্যাম রঙ্গের চাই হক শ্মশানে
তুমি সুখে থাক ব্রহ্মপুত্রের মেয়ে,
আমি না হয় পুড়ি ভালোবাসার আগুনে।