কবিতা লিখে আর কী হবে?
তার'ছে বরং -
একটি রমণীর সঙ্গে আমার ভালোবাসা হোক।
বিবাহ হোক সংসার হোক দুঃখের
সিমারেখা ছিঁড়ে
আলোর মত আমারও হোক
- একটি পরিবার।
কবিতা লিখে আর কী হবে?
তারছে বরং -
আমাদের সন্তান হোক
তার সাথে খোনশুটিতে সময় কাটুক।
কবিতা লিখে আর কী হবে?
তারছে বরং -
একটি সুশিক্ষালয় হোক
আমাদের সন্তান সেখানে'ই বড় হোক।