আমার ভালোবাসার কথা তোমাকে বলতে পারি'নি
তাই হৃদয় ভেসে গেলো সমুদ্রের নীলে!

তবুও
নষ্ট ঝিনুকের মত, আমি বৃষ্টিতে ভিজে রুদ্রে শুকাই
আবার সমুদ্রের বড় ঢেউ এলে ভেসে যাই!
তারপর বাষ্প হয়ে মেঘের দলে ভাসি
বৃষ্টি হয়ে আবার ফিরে আসি!  

তবুও আমার ভালোবাসার কথা তোমাকে বলতে পারি'নি
তাই হৃদয় ভাসে গেলো সমুদ্রের নীলে।

নীলে'রা অহংকারী হয় না, তাদের হৃদয় সুবিশাল
তারা আসার পথ পেলেই চলে আসে
তাদের কে বলার প্রয়োজন পড়ে না -
অথচ...?
আমার ভালোবাসার কথা তোমাকে বলতে পারি'নি
তাই হৃদয় ভেসে গেলো সমুদ্রের নীলে।
---------------২৮ভাদ্র১৪২৭শরৎ