অপরিচিত

- মিহির চৌধুরী ইমন

একি শহরে দু'জনের বসবাস
-দেখা হয় যে কতবার
চুপচাপ পাশ-কাঁটিয়ে চলে যাই
-অপরিচিত ভঙ্গিমায়
-দু'জন -দুজনার
তবুও একদিন কত আপন চিলে
- প্রিয়তমা আমার।

কার হাত দরে চলো তুমি
সে-কি জানে
তোমার প্রিয় রং, কি
না'কি তার পিপাসায় জাগে ভালোবাসা
যখন নাকে আসে মাংসের ঘ্রাণ।

আজ নয়'তো কাল -দেখা হবে আবার
তখন চুুপটি করে চলে যাবো
যদি ভালোবাসা না হয় তোমার আমার