আমি কত যে চমকেছি নিজের পিছনে ঘোরে
রোদ্দুরের ছায়া দেখে
-এই বুঝি তুমি এলে !
বাতাস একটু শব্দময় হলেই বেখেয়ালি মনে
কত যে চমকেছি, -এই বুঝি তুমি এলে
অথচ একবারও তুমি এলে না।

বাতাসে বকুলের গন্ধ আমায় ডেকেছিলো
বহুবার, আমি যাই নি-
বন্ধুরা হই'হই করে রাজহাঁসের মত ছুটে গেলো
অঘ্রাহণের দিকে! তবুও আমি যাই নি,

আজ তুমি আমাকে ভালোবাসো কি না
আমি "তা" যানতে আসি'নি
আমি এসেছি শুধু তোমাকে যানাতে
বহুদিন দরে আমি
এই খানে তোমার  অপেক্ষকৃত।

শেফালী না রজনীগন্ধা, পুস্পের পিপাসা তোমার!
কার সঙ্গে যাবে তুমি,হে প্রিয়তমা !
আমি না আমার প্রতিকধন্ধিরে
কারে তুমি -দিবে ঠাই হৃদয় নিবিড়ে ? ।