(তোমার ভালোবাসার এতটাই কাঙ্গাল ছিলাম -যে)
তুমি আমাকে ক্রীতদাসের মত ব্যবহারও করছো
প্রয়োজন শেষে আবার ছুঁড়েও ফেলেছো।

সেই দিন কে ভয় করো...
যে-দিন আমার প্রত্যেকটা দীর্ঘশ্বাস, হৃদয় ভাঙা অপরাধে
তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে।

তোমার মায়া কাটছে না
তোমাকে দেখার এক বিতৃষ্ণা নিয়ে বেঁচে আছি
- বিশ্বাস করো
তোমাকে ছাড়া আমার কলম চলতো না
-আজও চলে না।