আমরা জানি তোমাকে আসতেই হবে রাজপথে, রক্তের দাগ মুছে দিতে
হে অমৃতলোক-
খুনির শহরে, ভালোবাসার ফুল ফোটাতে ।
ভালোবেসে খুনি'রা ছুরি চাপাতি
আর রক্তে নেশা ছেড়ে অফুরন্ত আনন্দ মনে
ফুল হাতে ছুটে যাবে প্রিয়সী'র কাছে
নত হবে গভীর ভালোবাসার টানে ।
ভালোবাসার কাছে নত হবে সমাজের
যত দূর্নীতিবাজ, ঘুষখোর ধ্বংস হবে হিংসা,
যত অপরাধের মূল
ভালোবাসার ফুল, সবার অন্তরে ফোটাতেই
তোমাকে আসতেই হবে ব্লাকবোর্ডের ডাস্টার হয়ে,
মানব সমাজে অহংকার মুছে দিতে
হে অমৃতলোক ।
তোমার আসাতেই, হে অমৃতলোক!
জেলখানা খালি পরে থাকবে,সন্ত্রাসীরা ভালো হয়ে যাবে,
বোমাবাজিরা নিজের ভুল বুঝে লজ্জায়
মুখ লুকাবে প্রিয়সী'র শাড়ির আচলে ;-
আইন বিভাগ কোন অপরাধ না পেয়ে
নিজেই নিজেকে ধ্বংস করে দিবে ।
তাই তোমাকে আসতেই হবে,হে অমৃতলোক!
ভূরের প্রথম আলোয় কুয়াশায় হয়ে,
আমার ঘরের ফাক দিয়ে,
নববূধুর হাতের, মধুর ইস্পসে আমার ঘুম ভাঙ্গানুর জন্য।