(শুকর আল্লাহ'র,
তিনি যে তোমাকে পবিত্র হৃদয় দিয়েছেন। জানো তো বর্তমান সময় হৃদয়ের লেনদেন বড় কঠিন। আবার ও শুকুর আল্লাহ'র তিনি যে তোমার মত পবিত্র হৃদয়ের সফর সঙ্গী করেছেন আমাকে।আর্থিক লোভ লালসা আর পারিবারিক চাপ থেকে তোমার হৃদয় মুক্ত। না হলে, আমার হৃদয় যে বিষাক্ত হতো অবহেলিত মানুষের মতো। তুমি নিশ্চয়ই জানো:-)



বারুদ অতোটা পুড়াতে পারবে না
যতোটা পুড়াবে অবহেলা
বারুদ পুড়লে
-তবুও শান্তি, হোক না জ্বালাপোড়া লাশ
-না হয় ছাই।

ভালোবাসা তো আর বারুদের মতো না
সে ধিরে ধিরে পুড়ে...।


উৎসর্গ
একদিন একটা নাম্বার থেকে কল এলো, কল রিসিভ করতেই ওপাশ থেকে :হ্যালো মিহির
:জ্বী, আসসালামু আলাইকুম
:ওয়ালাইকুম আমি ইমামুল ইসলাম রানা জগন্নাথপুর পত্রিকা থেকে তোমার নাম্বার নিয়েছি, তোমার কবিতা পড়েছি, তুমি অনেক ভালো লিখও।এই থেকে আমাদের পথচলা শুরু বড় হৃদয়ের অধিকারি আমার প্রিয় ভাই আমার অবিবাহক শ্রদ্ধেহ" রানা" ভাই আজকের কবিতা আপনার জন্য