১
আমাকে তারানূর কি আছে
আমি তো চলেই যাব
অগ্নিতে পুড়ে ছাই হব
ফিরেও থাকাবও না আর
এত তারানূর কি আছে তোমার।
২
আমি না হয়,চলেই যাচ্ছি!
তুমি ভালো থাকো,
যে-খানে'ই থাকো, আমি আছি
তোমার ভুলের ভিতরে।
৩
প্রিয়তমেষু তোমার সাথে
কাঁটানু
প্রতিটি মুহুর্তই ছিলো
আমার প্রাণের উৎসব ।
৪
পোড়ামুখি, ভালোবেসে তরে
আমি কি নামে ডাকি নি
তবুও তর ভরে না মন,
এই নে ধর তিলে তিলে পুড়িয়ে
শেষ করে দে আরেক'টা জীবন।
৫
আমাকে প্রথ্যাখান করার
কথা ছিল না,
কথা ছিলো তোমার সমস্ত ভালোবাসা
আমাকে উজার করে দিবার।