কবিতা তোমার কি মনে আছে
আমার কথা?
না'কি ভুলে গেছো।

কবিতা তোমার শহরে এখনও কি মানুষ
নীল তিমি হতে আসে ?

আমার অলিখিত গল্পে তোমাকে লিখবো
লিখবো নীল তিমি হতে এসে
কি ভাবে-
মৃত সাগর হালাম।

কবিতা কথা ছিলো আমরা ভালোবেসে
নীল তিমি হবো
-হতে পারলাম কই...।