চশমা পরিষ্কার করে আমি যখন'ই খবরের কাগজে চোখ রাখি
- কেবল'ই  দুঃসংবাদ দেখি !
হাঁটি হাঁটি পা-পা করে এগোচ্ছে আমাদের দিকে
- যে মহামারী,তার অবসান হোক।
ডাইনীর মত কোমর বাঁকানো চাঁদ বাঁশবন ছুঁয়ে ডুবে গেলে
নব সূর্যোদয় আবার দেখা হোক! প্রিয়- শালিক
কোন এক কবিতার সম্মেলনে।
আমাদের এই দুঃখসময় শেষ হলে'ই
- আবার দেখা হবে গোলাপ ফুটলে, মৃত্যু হারলে,
আমরা জিতলে -আবার যখন'ই দেখা হবে
ঠিক তখন'ই প্রাণ খুলে বলবো তোমায় ভালোবাসি
প্রিয়- গোলাপ ।
যদিও আমার লেখা কবিতা ছাপানো না হয় খবরের কাগজে
- মৃত্যুর হারলে
কোরাআনের আলোতে বিজ্ঞান জিতলে,
তবুও যখন'ই  দেখা হবে
ঠিক'ই তখন'ই বলবো তোমায় ভালোবাসি প্রিয়- শালিক।
-------১৪ বৈশাখ ১৪২৭ গ্রীষ্ম