আমি ভালো নেই ;
এ- কথা তুমি জানবে না, বুকের ভিতরে বয়ে চলা নীল!
-আমার দীর্ঘশ্বাসে তোমার পাশ বয়ে চলে যায়
-এও তুমি দেখবে না।

তুমি শুধু দেখবে ;-
শিকারির গুলিতে আহত হরিণী
শিকারির আনন্দে ঝলমলে চোখ?
তুমি শুধু জানো;-
এই আহত হরিণী মানে- আমি।

আমি ভালো নেই! কেনো ভালো নেই,:
এ-সব কথা তুমি কখনও জানতে চাও না?
তুমি শুধু জানতে চাও;
কত টাকা হলে সুখী হওয়া যায়,
কতটা খাদ্যদ্রব্য নষ্ট করলে
লাটসাহেব দের মত বড় হওয়া যায়।

তুমি শুধু জানো;-
অসহায় শিশুর কান্না মানে -আমি!
ক্ষুধার্ত মানুষ ভিক্ষাকারীর মত যে হাত বাড়ায়;
সেই হাতের মানে-আমি!
ভ্রমণে গিয়ে টাকা শেষ হয়ে যাওয়া যুবকের
মাননিব্যাগ মানে -আমি!

না না না এ- তোমার ভুল; -
আমি মানে নিঃস্বার্থে ফুটা বকুল
আমি মানে-সবুজ ঘাসের বুকে ভোরের শিশির বিন্দু,
-শামুকে ভিতরে লুকিয়ে থাকা মুক্তা, অসীম আনন্দের সিন্ধু।

আমি ভালো নেই;
কালবৈশাখী ঝড়ে পড়া আমের মুকুল-
তুমি যা জানো তা ভুল,
কেবল'ই ভুল;-

আমি মানে বৃক্ষের ছেড়ে দেয়া অক্সিজেন
সমস্ত কবির কলমের কালি,
শব্দের নূপুর,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত।

আমি মানে- হারিয়ে যাওয়া শিল্পীর ভাষা,
রাখালের বাঁশী
-কবির ছিড়ে ফেলা রাফখাতা,
দুঃখের নাফ নদী।
                        ০৯/০২/২০২০ইং