থাকুক,না হয় তোমার স্মৃতি'ই থাকুক
আমার কাছে
আমার উঠান জুড়ে
ডাকুক আমায় একটু ডাকুক
আমার একলা থাকার ভোরে!
তোমার স্মৃতি না হয়
আমার সাথে একটু কথা বলুক।
বলুক একটু কথা বলুক
আমার একলা থাকার দুপুরে
বিরহ না হয় আমার সঙ্গী হক
আমার নিঃসঙ্গতার ভিড়ে।
ভালো না হয় তুমিই বেসেছিলে
আমি না হয় ভুল করেছি,
"ভুল না হয় আমার"
সংশোধন  নিলেই তো হতো
শোধরানোর অধিকার তো ছিলো তোমার।