আমার মা ছিলেন একজন মমতাময়ী নারী-যার কাছে
জীবন হলো গোলাপ ফুলের মত সুন্দর
তাই আমার মা বলতেন - এই সুন্দর
ফুল টাকে যদি হাতে নিতে চাও
তবে কিছু কাঁটার আঘাত তোমাকে পেতে
হবে
রক্তাক্ত হতে পারো কিন্তু ফুল'টা যখন তোমার হাতে নিবে
সকল কষ্ট তখন দূর হয়ে যাবে।
আমার মা আমাকে বলতেন তুই পারবে আমাকে সেই ফুল
এনে দিতে পার'বি না-খোকা?
আমি মাথা নেড়ে বলতাম হে আমি পারবো!
আমার মা তখন আমার মুখে কপালে
গালে চুম্বন দিয়ে বলতো
আমি জানি তুই পারবি,আমার লক্ষীসোনা।
আমার মা সত্যিই সাদা মনের মানুষ ছিলেন
নইলে আমার বাবাকে এই কথা বলতে পারতে না
আমি সবার ছোট আমার ভুল হতে পারে
আমাকে শাসন করার অধিকার ওদের আছে
এই কথা শুনে সবাই আমার মাকে বোকা বলতো
আমি জানি আমার মা বোকা ছিলেন না।
আমার মা চেয়ে ছিলেন স্নেহ মমতা শ্রদ্ধা দিয়ে সবার মন জয় করতে।
আমার মায়ের ভালোবাসা এত বেশি ছিলো
যে-সবাই কে সুখের নৌকায় তুলে
দুঃখের বইঠা একাই বাইতেন
সে ভালোবাসা বুঝার ক্ষমতা কারো ছিলো না।