ঝগড়া ফসাাদের মধ্যে সৃষ্টিকর্তা নেই,
আমি জানি
আমাকে বুঝাতে হবে না!
রবিবার খ্রীষ্টান আর শুক্রবার না'কি মুসলমান।
মূর্খের মত কথা বলো কেনো!
সোমবার হিন্দু ,আর বুধবার কি?বৌদ্ধ!
এই তথ্য শুধু
ফিতনা সৃষ্টিকারী'ই দিতে পারে।

এখন কি তোমরা আমাকে
পক্ষী সমাজের কথাও বলবে? বলো
কাক পক্ষী হিন্দু,ময়ূর পক্ষী মুসলিম,
ঈগল পক্ষী খ্রিষ্টান, টিয়া না'কি বৌদ্ধ!
হে মূর্খ
ধর্মের নিম্নতম জ্ঞান আমার আছে-
জেনে রাখো সৃষ্টিকর্তা
ফিতনা সৃষ্টিকারী'কে পছন্দ করেন না।

ধর্ম মানুষের জন্য। মানুষ না থাকলে কীশের ধর্ম?
তারপরে বলে বৃক্ষের কথা
খেজুর গাছ মুসলিম, তুলসী গাছ হিন্দু
পান গাছ খ্রিষ্টান, সুপারী গাছ বৌদ্ধ।
তোমরা এসব ফিতনা সৃষ্টিকারী তথ্য
কোথায় পাও!
অথচ দিন গাছ পক্ষী এরা তো নিজেদের
ধর্মের বিষয়ে কিছুই জানে না।