আমাদের গ্রাম বাংলার প্রতিটি শিশুর হাতে তৈরি

কলাপাতার বাঁশি, বাঁশপাতার নৌকা,

নারিকের পাতার ঘড়ি, চশমা, সুয়ার গাড়ি

যাদের পায়ের তলায় পরে চেপ্টা

তাদের বিরুদ্ধে যে-তরুণ'রা অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে গিয়েছে!

আমরা খুব গাঢ় ধ্বংসের ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে আছি

একটি স্বাধীন মানচিত্রের বুকে!

শুধু তাদের জন্য।

----২৬শে মার্চ----
https://www.blogger.com/blog/post/edit/3376099241311626119/7883568788362751524