স্বামীকে চোখের সামনে হত্যা করে,
গায়ের গয়না নিলো জমির দলিল নিলো
হালের গরু,ধানের ভারাল
সব'ই লুট করে!
ছেলের বৌকে ধর্ষণ করে,
অর্ধেক কাপড়ে ছেড়ে গেলো।
যুবতী মেয়েটাকে কুকুরের মত
টেনেহিঁচড়ে তুলে নিলো
এত'সব কিছু বুকে নিয়ে শুধু বেঁচে আছি!
- লাল সবুজের শাড়ী নিয়ে
তুই ফিরে আসবি বলে- খোকা।