তোমার এই মুখোশ পরা মুখ
হৃদয়ের পাশে রেখে
একদিন নিজেকে প্রশ্ন করো, আর কত দিন...?
যদি কোনদিন কোন মুখোশধারীর পাশে
তুমি নিজের মুখোশ খুলে রাখ
তোমার সত্য হৃদয়
সেদিন যদি সে তার নিজের মুখোশ না খুলে
হায়...।
আর কত আর কত এমন অসত্য প্রেম
আর মিথ্যা অভিনয়, নিয়ে বাঁচবে