আমি ইতিহাস গেঁটে পেয়েছি তোমার
- তর্জনী আঙুলের সুবাতাস
তরজমায় পেয়েছি তোমার সাদা পাঞ্জাবির সহানুভূতি।
আমি পেয়েছি -
তোমার কালো'কোটরে বুকপকেটে
এদেশের নির্যাতিত মানুষের জন্য অসীম দরদ!
আমি পেয়েছি -
তোমার কালো'কোটের প্রতিটা বোতাম খুলে
এদেশের মানুষের জন্য হাহাকার।
তোমার সেই বিখ্যাত চশমা যখন রাখলে বুক'পকেটে
আমি দেখেছি -
তখন তোমার রক্তে প্রতিটা শিরায় শিরায় স্বাধীনতা।
আমি তোমার কালো'কোটের পিছনে দিকে তাকিয়ে দেখেছি,
রক্তে রচিত ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত
ইয়াহিয়া আল'বদর আলশামসের নরকীয় হত্যাকান্ড
আমি তোমার কালো'কোটের সামনে দিকে তাকিয়ে দেখি
রক্তমাখা পথ, দুঃখ, দুর্শাসন, দুর্ভিক্ষ, হাহাকার থেকে বেরিয়ে আসার সংগ্রাম
একটি স্বাধীন মানচিত্র একটি স্বাধীন পতাকা।
...............১২ভাদ্র ১৪২৭শরৎ